ফরিদপুরে প্রধানমন্ত্রীর জনসভা, নৌকার আদলে তৈরি মঞ্চ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে জনসভায় যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় আজ ফরিদপুরের জনসভায় যোগ দেবেন তিনি।
ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ মাঠে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নৌকার আদলে তৈরি করা হয়েছে মঞ্চ। বিকাল ৩টায় ওই মঞ্চেই ভাষণ দেবেন তিনি।
জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ফরিদপুরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে এসেই মধ্যাহ্নভোজ করবেন। পরে বিকেল ৩টায় সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় যোগ দেবেন এবং প্রধান অতিথির বক্তব্য দেবেন।
এদিকে দীর্ঘ পাঁচ বছর পর ফরিদপুর জেলা শহরে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত দলীয় নেতা-কর্মীরা। জনসভাকে সফল করতে অক্লান্ত পরিশ্রম করছেন জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা। নেতা-কর্মীরা বলছেন, প্রধানমন্ত্রীর এ আগমনে ফরিদপুরে আওয়ামী লীগের মধ্যে যে দ্বিধা-দ্বন্দ্ব রয়েছে তা নিরসন হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইসতিয়াক আরিফ বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা অভিমানী হয় কিন্তু বেইমান হয় না। ক্ষোভ বা অভিমান থাকতেই পারে। তবে জননেত্রী শেখ হাসিনা যখন ফরিদপুরে আসবে আমি বিশ্বাস করি, সব নেতা-কর্মী ভেদাভেদ ভুলে জনসভায় অংশগ্রহণ করবেন।
(ঢাকাটাইমস/০২জানুয়ারি/পিএস)

মন্তব্য করুন