ঢাকা মহানগরের ১৫টি নির্বাচনি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনায় ৯১ ম্যাজিস্ট্রেট

জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরীর ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ নির্বাচনি এলাকায় আচরণবিধিমালা প্রতিপালন নিশ্চিতকরণ এবং জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে মোবাইল কোর্ট পরিচালনা ও স্ট্রাইকিং ফোর্স পরিচালনা করবেন ৯১ জন ম্যজিস্ট্রেট।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরীর ১৫টি নির্বাচনি এলাকায় (ঢাকা-৪ থেকে ঢাকা-১৮) নির্বাচনি আচরণবিধিমালা প্রতিপালনের জন্য বর্তমানে ৩০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনের জন্য অতিরিক্ত ৪৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত করা হয়েছে। এর সঙ্গে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত অতিরিক্ত ১৫ জনসহ আরও ১১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ৫ দিন ঢাকা মহানগরীর ১৫টি নির্বাচনি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা, আচরণবিধিমালা প্রতিপালন ও আইনশৃঙ্খলা রক্ষা ও স্ট্রাইকিং ফোর্সকে নির্দেশনা প্রদানের দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার নির্বাচন কমিশনের নির্বাচন শাখার আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেন।
(ঢাকাটাইমস/০২জানুয়ারি/এএম/এফএ)

মন্তব্য করুন