নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না: ইসি আনিছুর

নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, ‘কোনোভাবেই জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না।’
আজ মঙ্গলবার আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আনিছুর রহমান বলেন, ‘এবার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আমরা ব্যর্থ হলে রাষ্ট্রই ব্যর্থ হয়ে যাবে। দেশ সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কোনোভাবেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না। সততা-নিষ্ঠা নিয়ে কাজ করতে হবে।’
প্রশাসনে রদবদল নিয়ে তিনি বলেন, 'রদবদল হয়েছে অনেক, প্রয়োজন ছিল বলেই করা হয়েছে।
‘কমিশনের একটাই নির্দেশনা- অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।' যোগ করেন ইসি আনিছুর।
উল্লেখ্য, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
(ঢাকাটাইমস/০২জানুয়ারি/এএম/এফএ)

মন্তব্য করুন