ভোটে অনিয়ম হলে বাতিল হতে পারে প্রার্থিতা: ইসি রাশেদা

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ‘ভোটের পরিবেশটা যেন সুন্দর থাকে, সবাই যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে এজন্য আমরা সেনাবাহিনী নামিয়েছি। বিভিন্ন নির্বাচনি এলাকা পরিদর্শন করে এটা আশ্বস্ত করে বলা যায়, ভোটের পরিবেশ সৃষ্টি হয়েছে।’
তিনি বলেন, ‘যেখানে অনিয়ম সেখানেই সঙ্গে সঙ্গে অ্যাকশন, এমনকি বাতিল করা হতে পারে প্রার্থিতা।’
বুধবার বেলা ১টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
কিছু রাজনৈতিক দলের নির্বাচন বর্জন নিয়ে যে আশঙ্কা ছিল সেনাবাহিনী নামার ফলে সেই আশঙ্কা কমে আসবে বলে মনে করেন কি না- এ প্রশ্নের জবাবে ইসি রাশেদা বলেন, ‘শুধু সেনাবাহিনী মোতায়েনই নয়, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীসহ ম্যাজিস্ট্রেট নিয়োগ করে অনিয়ম ঠেকাতে সবকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে সবাই ভোটকেন্দ্রে নির্বিঘ্নে ভোট দিতে যাবে। কারণ ভোটার ছাড়া ভোট উৎসব নিষ্প্রাণ।’
সব রাজনৈতিক দল ভোটে না আসায় ভোট করা কি কঠিন? এই প্রশ্নে নির্বাচন কমিশনার বলেন, ‘প্রথম একটি রাষ্ট্রীয় ভোটে ভিতরে থেকে কাজ করছি। আগে যেহেতু এমন কাজ করার সুযোগ হয়নি, এবার কাজ করছি অভিজ্ঞতা অর্জন হচ্ছে, তাই এখনি বলা যাচ্ছে না সব দল না এলে ভোট করা কঠিন নাকি সহজ।’
ভোট করা মানে অগ্নিপরীক্ষা, তবে এটা কি দেশীয়ভাবে নাকি আন্তর্জাতিকভাবে- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তেমন কিছুই নয়। গণতান্ত্রিক দেশে ভোটটা সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করাটা চ্যালেঞ্জ। অনেক মহল থেকেই অনেক কিছুর চেষ্টা করতেই পারে। তবে আমরা প্রস্তুত।’
(ঢাকাটাইমস/০৩জানুয়ারি/এএম/এফএ)

মন্তব্য করুন