গণঅধিকার পরিষদ থেকে রেজা কিবরিয়ার পদত্যাগ, ভারপ্রাপ্ত আহ্বায়ক মিয়া মশিউজ্জামান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০২৪, ০০:১৪| আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০০:২৬
অ- অ+
ড. রেজা কিবরিয়া ও কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান।

গণঅধিকার পরিষদের আহ্বায়ক ও সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন ড. রেজা কিবরিয়া। বুধবার রাতে তিনি নিজেই গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে গণঅধিকার পরিষদ ছাড়ার তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি রেজা কিবরিয়ার পদত্যাগপত্র গ্রহণ করেছে। একইসঙ্গে কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছে।

পদত্যাগের পর গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে রেজা কিবরিয়া বলেন, ‘আমি গণঅধিকার পরিষদের আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছি এবং আমার পদত্যাগপত্র কেন্দ্রীয় কার্যনিবাহী পরিষদ বরাবর জমা দিয়েছি। এছাড়া আমি গণঅধিকার পরিষদের দলীয় সদস্যপদ থেকেও ইস্তফা দিয়েছি। দলের যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করছি।’

‘আমাকে দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ার জন্য আমি গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। গত ২ বছর ২মাস আপনাদের সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি।’

‘আমি ২০১৮ সালের ডিসেম্বর মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ছেড়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেই এবং ২০২১ সালের অক্টোবর থেকে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। রাজনীতিতে যোগ দেওয়ার পূর্বে আমি বিশ্বের বিভিন্ন দেশে সরকারি নীতি নিয়ে কাজ করি। এক পর্যায়ে আমার মনে হয়েছে যে নিজ দেশের জনগণের জন্য কাজ করার সময় এসেছে। এ ধরনের সুযোগ হয়তো ভবিষ্যতে নাও আসতে পারে, কিন্তু আমার বাবা শাহ এ.এম.এস. কিবরিয়ার মতো, আমি জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।’

যা জানালো গণঅধিকার পরিষদ

রেজা কিবরিয়ার বিজ্ঞপ্তি পাঠানোর পরপরই গণমাধ্যমে এ বিষয়ে পৃথক বিজ্ঞপ্তি পাঠান গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান। তিনি বিজ্ঞপ্তিতে বলেন, ‘বুধবার রাত ১০টায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির এক জরুরি অনলাইন সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ দলের আহ্বায়ক ড. রেজা কিবরিয়ার পদত্যাগ সংক্রান্ত বিষয়ে আলোচনা করে সর্বসম্মতিক্রমে ড. রেজা কিবরিয়ার পদত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানান। গণঅধিকার পরিষদর সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে সভায় উপস্থিত সদস্যবৃন্দ সর্বসম্মতিক্রমে কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামানকে দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব অর্পণ করেন।’

ঢাকাটাইমস/৪জানুয়ারি/জেবি/আরআর/এআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদ্মা সেতু দুর্নীতি মামলা: ফের অনুসন্ধানে দুদক, মোশাররফের বিরুদ্ধে অনিয়মের তথ্য উদঘাটন
যশোরে ঢালাইয়ের সময় ছাদ ভেঙে দুই প্রকৌশলীসহ নিহত ৩
এক ডিআইজি ও তিন এসপিকে চাকরি থেকে বরখাস্ত
জুলাইকে সবার গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা