ঘাটাইলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০২৪, ১৯:৪৭| আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ২০:০৩
অ- অ+

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পাকুটিয়া জোড়া ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালক ঘাটাইল উপজেলার চৈথট্র এলাকার মৃত ছাত্তার আলীর ছেলে আতিক (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে পাকুটিয়া জোড়া ব্রিজে টাঙ্গাইলগামী প্রান্তিক বাসের সঙ্গে মধুপুরগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজিটিকে উদ্ধার করে।

ঘাটাইল থানার এসআই বিল্লাল হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করি। সিএনজি চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৪জানুয়ারি/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে সহপাঠীতে হাতে খুন হলো খুদে ক্রিকেটার রাহাত
চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু 
বিকৃত যৌনাচারের অভিযোগে বসুন্ধরা থেকে ২ নারী গ্রেপ্তার
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা