বরগুনায় নৌকার ৩ নির্বাচনি ক্যাম্পে দুর্বৃত্তের আগুন

বরগুনা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২৪, ১৪:২১| আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১৪:২৫
অ- অ+

বরগুনায় নৌকার প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর তিনটি নির্বাচনি ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুড়ে গেছে ক্যাম্পের আসবাবপত্র। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

আগুন দেওয়া তিনটি নির্বাচনি ক্যাম্প হলো- সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের রোডপাড় বাজার নির্বাচনী ক্যাম্প, একই ইউনিয়নের বুর্জিরহাট বাজার প্রচার ক্যাম্প ও কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি বাজারে নির্বাচনি ক্যাম্প। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে ফুলঝুড়ি ইউনিয়নে নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা মো. ইলিয়াস হোসেন বলেন, ‘রাতে আমরা নির্বাচনি ক্যাম্প তালাবদ্ধ করে বাড়ি যাই। সকালে এসে ক্যাম্প আগুনে পোড়ানো অবস্থায় খোলা দেখতে পাই। এতে ক্যাম্পের আসবাবপত্র পুড়ে গেছে। আজ সকালে বিষয়টি স্থানীয় প্রশাসনসহ নৌকার প্রার্থীকে জানানো হয়েছে।’

এ বিষয়ে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। এ ছাড়া ঘটনার তদন্ত শুরু করেছি এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

(ঢাকা টাইমস/০৫জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জিয়াউর রহমানের জন্মবার্ষিক উপলক্ষে গফরগাঁওয়ে কম্বল বিতরণ
রাশিয়ার ওপর উচ্চ মাত্রার কর-শুল্ক ও নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফাতে সরকারের পতনের দাবি ছিল না: জুয়েল
প্রয়োজনে এনটিআরসিএ’র মাধ্যমে একসঙ্গে নিয়োগ-এমপিওভুক্তি: শিক্ষা উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা