লক্ষ্মীপুরে প্রতীকী নৌকায় আগুন, আতঙ্ক সৃষ্টি

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২৪, ১২:৫৭| আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১৩:০০
অ- অ+

লক্ষ্মীপুরে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর প্রতীকী নৌকা, পোস্টার, ব্যানার ও ফেস্টুনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার গভীর রাতে লক্ষ্মীপুর-৩ আসনের নির্বাচনি এলাকা লাহারকান্দি ইউনিয়নের হাজী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে শনিবার সকালে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, রবিবার দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটাররা যেন কেন্দ্রে না যায় এজন্য বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। পরে প্রার্থীর প্রতীকী নৌকা, ব্যানার ও ফেস্টুন আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে।

এ ঘটনায় নৌকার প্রতিপক্ষের লোকজনকে দায়ী করেছেন লাহারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

তিনি বলেন, ওই এলাকায় নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকুর জনপ্রিয়তা বেশি। ভোটের পরিবেশ নষ্ট করতে প্রতিপক্ষের লোকজনই ঘটনাটি ঘটিয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) মোস্তফা বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি। নৌকা প্রার্থীর সমর্থকদের লিখিতভাবে সুনির্দিষ্ট অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ককটেল বিস্ফোরণের বিষয়টি আমাদের জানা নেই।

(ঢাকাটাইমস/০৬জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে সহপাঠীতে হাতে খুন হলো খুদে ক্রিকেটার রাহাত
চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু 
বিকৃত যৌনাচারের অভিযোগে বসুন্ধরা থেকে ২ নারী গ্রেপ্তার
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা