নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

নাটোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২৪, ১৩:২৮
অ- অ+

নাটোরে বড়াইগ্রাম উপজেলার আহমদপুর কারবালা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।

শনিবার সকালে নাটোর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গাড়িচালক শাহিনুর ঝিনাইদহ শৈলকূপা এলাকার বারুইপাড়া গ্রামের মৃত এলাহীর ছেলে ও হেলপার একই উপজেলার অচিন্তপুর গ্রামের আলমগীর লস্করের ছেলে।

ঝলমলিয়ে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এন এম মাসুদ জানান, নাটোর থেকে কুষ্টিয়ায় যাচ্ছিল বালুবোঝাই দুটি ট্রাক। ট্রাক দুটি নাটোর-ঢাকা মহাসড়কের কারবালা এলাকায় পৌঁছালে পেছনের ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক শাহিনুর রহমান ও হেলপার জসিমের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে অপর ট্রাকচালককে আটক করা হয়েছে।

(ঢাকা টাইমস/০৬জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে সহপাঠীতে হাতে খুন হলো খুদে ক্রিকেটার রাহাত
চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু 
বিকৃত যৌনাচারের অভিযোগে বসুন্ধরা থেকে ২ নারী গ্রেপ্তার
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা