নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

নাটোরে বড়াইগ্রাম উপজেলার আহমদপুর কারবালা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।
শনিবার সকালে নাটোর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গাড়িচালক শাহিনুর ঝিনাইদহ শৈলকূপা এলাকার বারুইপাড়া গ্রামের মৃত এলাহীর ছেলে ও হেলপার একই উপজেলার অচিন্তপুর গ্রামের আলমগীর লস্করের ছেলে।
ঝলমলিয়ে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এন এম মাসুদ জানান, নাটোর থেকে কুষ্টিয়ায় যাচ্ছিল বালুবোঝাই দুটি ট্রাক। ট্রাক দুটি নাটোর-ঢাকা মহাসড়কের কারবালা এলাকায় পৌঁছালে পেছনের ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক শাহিনুর রহমান ও হেলপার জসিমের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে অপর ট্রাকচালককে আটক করা হয়েছে।
(ঢাকা টাইমস/০৬জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন