ভোলার দুর্গম চরাঞ্চলে আজই যাচ্ছে ব্যালট পেপার

ভোলা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২৪, ১৬:৩০| আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১৬:৫৯
অ- অ+

নির্দিষ্ট সময়ে ভোটগ্রহণ শুরু করার লক্ষ্যে ভোলার দুর্গম চরাঞ্চলের ২৬টি কেন্দ্রে এক দিন আগেই পাঠানো হচ্ছে ব্যালট পেপারসহ নির্বাচনি সরঞ্জাম। বকি কেন্দ্র গুলোতে সকালে পাঠানো হবে ব্যালট পেপার।

কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শনিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বজল চন্দ্র শীল দুর্গম চরাঞ্চলের কেন্দ্রগুলোর দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জাম তুলে দেন।

এসব এলাকায় ব্যালট পেপার পৌঁছানোর পর থেকে নির্বাচন শুরুর আগ পর্যন্ত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক পাহারায় থাকবেন।

এছাড়া জেলার চারটি সংসদীয় আসনে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আরিফুরজ্জামান।

তিনি বলেন, জেলার চারটি সংসদীয় আসনে ৫২৬টি ভোটকেন্দ্রের মধ্যে ২২৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতেও রয়েছে বাড়তি নিরাপত্তা-ব্যবস্থা। সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ভোলার চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৫৩ হাজার ৭৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৭৬ হাজার ১৮ জন এবং নারী ভোটার ৭ লাখ ৪৬ হাজার ১২০ জন। এই চারটি সংসদীয় আসনে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

(ঢাকাটাইমস/০৬জানুয়ারি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা