ফেনীতে কাভার্ডভ্যানে দুর্বৃত্তের আগুন

ফেনীতে মালবাহী কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (৬ জানুয়ারি) রাত পৌনে ৩টার দিকে ফেনীর লালপোল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কাভার্ডভ্যানটি চট্টগ্রাম থেকে এসে লালপোল লাতু মিয়া সড়কে পৌঁছানোর পর দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছে। তবে আগুনে কাভার্ডভ্যানটির মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে রাত ১টার দিকে ফেনী পৌর এলাকার ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উভয় ঘটনায় কারা জড়িত এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী।
(ঢাকা টাইমস/০৭ জানুয়ারি/পিএস)

মন্তব্য করুন