লক্ষ্মীপুর
ভোটগ্রহণ শুরুর আধাঘণ্টা পরও কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই

ভোটগ্রহণ শুরুর আধাঘণ্টা পরও লক্ষ্মীপুরে ৪টি আসনে ভোটার উপস্থিতি নেই।
সারাদেশের মতো লক্ষ্মীপুরের ৪টি আসনের ৪৭৭টি কেন্দ্রে রবিবার সকাল ৮ টা থেকে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।
রবিবার সকালে জেলা শহরের লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটার উপস্থিতি দেখা যায়নি। উল্লেখ্য, লক্ষ্মীপুরের ৪টি আসনে ৩১ জন প্রার্থী শুরু থেকে নির্বাচনি মাঠে ছিলেন। এরমধ্যে ৪ জানুয়ারি লক্ষ্মীপুর-৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী রাকিব হোসেন (লাঙল), ৬ জানুয়ারি বিকেলে লক্ষ্মীপুর-২ আসনের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মনছুর আহাম্মদ পাশা (ডাব) ও মুক্তিজোটের ইমাম উদ্দিন সুমন (ছড়ি) সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। বাকি ২৮ জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাচনকে অবাধ-সুষ্ঠু করতে পুরো জেলায় সেনাবাহিনীর ৩৪৫ জন সদস্য, ১২ প্লাটুন বিজিবি, র্যাবের ৮টি টহল টিম, পুলিশ বাহিনী, কোস্টগার্ড ও আনসার সদস্যরা কাজ করছেন। এ জেলার ৪টি আসনে ১৪ লাখ ৯৬ হাজার ৯৫৬ জন ভোটার রয়েছেন।
এরমধ্যে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ২ লাখ ৬১ হাজার ৭৯৩, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে ৪ লাখ ৫১ হাজার ৪২৬, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ৪ লাখ ৩ হাজার ৭৪৩ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে ৩ লাখ ৭৯ হাজার ৬৩৪ জন ভোটার রয়েছেন।
তবে কোনো আসনকেই ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন না পুলিশ সুপার তারেক বিন রশিদ।
এদিকে ভোটগ্রহণের প্রত্যেকটি কক্ষ পর্যবেক্ষণে থাকবেন বলে জানিয়েছেন লক্ষ্মীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান। (ঢাকা টাইমস/০৭ জানুয়ারি/পিএস)

মন্তব্য করুন