রোহিঙ্গা ক্যাম্পে আগুন, হাজার বসতঘর ভস্মীভূত

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৪, ০৯:১৫

শনিবার রাত ১টার দিকে কক্সবাজারের উখিয়ায় কুতুপালং এলাকার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভস্মীভূত হয়েছে প্রায় এক হাজার বসতঘর।

রবিবার সকাল ৮টা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সামছু-দৌজা নয়ন বলেন, কুতুপালং ৫ নম্বর ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়। পরে অন্য রোহিঙ্গা ক্যাম্পেও আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আসে ভোর ৪টার দিকে।

তিনি আরও বলেন, আগুনে অন্তত এক হাজার বসতঘর পুড়ে গেছে। প্রাণহানি এড়াতে ক্যাম্পগুলো থেকে রোহিঙ্গাদের অন্যান্য ক্যাম্পে সরিয়ে নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গেল বছরের ৩১ ডিসেম্বর একইভাবে আরও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ৫০টি রোহিঙ্গা বসতঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় আরও অর্ধশতাধিক ঘর।

এর আগে ৫ মার্চ একই ক্যাম্পের অন্য একটি ব্লকে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। ওই অগ্নিকাণ্ডে পুড়ে যায় দুই হাজার ২০০ ঘর। ক্ষতিগ্রস্ত হয় ১৫ হাজারেরও বেশি রোহিঙ্গা।

(ঢাকা টাইমস/০৭ জানুয়ারি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :