রোহিঙ্গা ক্যাম্পে আগুন, হাজার বসতঘর ভস্মীভূত

শনিবার রাত ১টার দিকে কক্সবাজারের উখিয়ায় কুতুপালং এলাকার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভস্মীভূত হয়েছে প্রায় এক হাজার বসতঘর।
রবিবার সকাল ৮টা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, আগুনে অন্তত এক হাজার বসতঘর পুড়ে গেছে। প্রাণহানি এড়াতে ক্যাম্পগুলো থেকে রোহিঙ্গাদের অন্যান্য ক্যাম্পে সরিয়ে নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গেল বছরের ৩১ ডিসেম্বর একইভাবে আরও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ৫০টি রোহিঙ্গা বসতঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় আরও অর্ধশতাধিক ঘর।
এর আগে ৫ মার্চ একই ক্যাম্পের অন্য একটি ব্লকে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। ওই অগ্নিকাণ্ডে পুড়ে যায় দুই হাজার ২০০ ঘর। ক্ষতিগ্রস্ত হয় ১৫ হাজারেরও বেশি রোহিঙ্গা।
(ঢাকা টাইমস/০৭ জানুয়ারি/পিএস)

মন্তব্য করুন