জয়পুরহাট-১
ভোটকেন্দ্রে এজেন্ট দেয়নি জাপা প্রার্থী

বিএনপিসহ ১৬টি দলের ভোট বর্জনের মধ্যে দিয়ে সারা দেশের ন্যায় জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলার ১৫১টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।
রবিবার সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ কার্যক্রম চলবে বিকাল ৪টা পর্যন্ত। শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হলেও ভোটার উপস্থিতি ছিল তূলনামূলক কম।
এদিকে ভোটকেন্দ্রে অন্য প্রার্থীর এজেন্ট চোখে পড়লেও দেখা যায়নি জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকের এজেন্ট।
এবিষয়ে জানতে চাইলে জয়পুরহাট-১ আসনের জাতীয় পার্টির মনোনীত নাঙ্গল প্রতীকের প্রার্থী ডা. একেএম মোয়াজ্জেম হোসেন বলেন, আমার অর্থ সংকটের কারনে জয়পুরহাট সদর ও পাঁচবিবির মোট ১৫১ ভোটকেন্দ্রের কোনো কেন্দ্রেই দিতে পারিনি। জয়ের ব্যাপারে আপনে কতোটা আশাবাদী জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত আমার নিজের ভোটই দিইনি, তাহলে কি করে বলব।
উল্লেখ্য, জয়পুরহাট-১ আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীসহ মোট ৭জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৩ হাজার ৭২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ২১ হাজার ৪৪ জন। নারী ভোটার ২ লাখ ২২ হাজার ৬৭৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন।
(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন