জামালপুর-৩: জাতীয় পার্টির প্রার্থীর ভোট বর্জন

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের জাতীয় পার্টির প্রার্থী মীর সামছুল আলম লিপ্টন ভোট বর্জন করেছেন।
রবিবার দুপুরে তার নির্বাচনী কার্যালয়ে সংবাদসম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন তিনি।
এ সময় জাতীয় পার্টির প্রার্থী মীর সামছুল আলম লিপ্টন বলেন, আমি আশা করেছিলাম সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ করে দিবে। প্রধানমন্ত্রী নিরপেক্ষ ও উৎসব মুখর পরিবেশে ভোটের আশ্বাস দিলেও মাঠে ভোটে সে পরিবেশ ছিলনা।
তিনি অভিযোগ করেন, সকাল সাড়ে ৮ টার দিকে প্রতিটি কেন্দ্রের নৌকার সমর্থকরা তাদের ভোটকেন্দ্র থেকে এজেন্টের বের করে দিয়ে সিল মারার মহোৎসব চালায়।
এ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এদের মধ্যে জাতীয় পার্টি (জাপা) মীর সামছুল আলম লিপটন (লাঙ্গল), জাতীয় পার্টি (জেপি) এডভোকেট নজরুল ইসলাম (বাইসাইকেল)।
উল্লেখ, কেন্দ্রের সংখ্যা ১৫৩টি এবং কক্ষের সংখ্যা ১০২১টি। এ আসনে মোট ৫ লাখ ১ হাজার ৮১৯ জন। নারী ২ লাখ ৪৮ হাজার ৯৭ জন এবং পুরুষ ২ লাখ ৫৩ হাজার ৭১৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন।
এবিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম লুৎফর রহমান বলেন, সুষ্ঠুভাবে ভোট চলছিল। তিনি মৌখিকভাবে যে কয়েকটি অভিযোগ দিয়েছিলেন আমরা তাৎক্ষণিক সেখানে ম্যাজিস্ট্রেটসহ আমি পরিদর্শন করেছি। কোনো অপ্রীতিকর ঘটনা দেখিনি। ভোট বর্জনের বিষয়ে আমাদের করার কিছু নেই।
(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/প্রতিনিধি/এমআর)

মন্তব্য করুন