অনিয়মের অভিযোগ: ৭ কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করল ইসি

অনিয়মের দায়ে সকাল ৮টা থেকে দুপুর তিনটা পর্যন্ত ৭টি কেন্দ্রের ভোট বাতিল করেছে ইসি।
রবিবার বিকাল ৩ তিনটায় নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে জানান নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম।
তিনি আরও বলেন, এ পর্যন্ত ৭টি কেন্দ্র বাতিল করা হয়েছে। কেন্দ্রগুলোতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসারসহ জাল ভোটকারীও গ্রেপ্তার আছে। এছাড়া কিছু বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেছে। কোনো কেন্দ্রের সামনে স্থানীয়ভাবে বাধা, ককটেল ফোটানো- এসব কিছু তথ্য এসেছে।
ইসি সচিব বলেন, অত্যন্ত দুঃখের ঘটনা হলো- আমাদের দুজন নির্বাচন কমিশনে কর্মরত সহকারী প্রিজাইডিং অফিসার মারা গেছেন। হার্ট অ্যাটাকে একজন গাজিপুরে, আরেকজন জামালপুরে মারা গেছেন।
তিনি বলেন, আমরা আরেকটি খবর পেয়েছি ভোটের মাঠে একজনের প্রাণহানি হয়েছে। স্থানীয় প্রশাসনের কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়ে আপনাদেরকে আবারও এ বিষয়ে জানানো হবে।
বিকালে পূর্ণ কমিশনের সবাই ২৯৯ আসনের সকল তথ্য নিয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/এএম/বিবি/এমআর)

মন্তব্য করুন