নির্বাচন পরবর্তী সহিংসতা
গাইবান্ধায় উপজেলা চেয়ারম্যানের ওপর হামলা, অবস্থা আশঙ্কাজনক

গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (৮ জানুয়ারি) বিকালে সাঘাটা উপজেলার হাট ভরতখালী মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের গটিয়া এলাকা থেকে সিএনজিযোগে সাঘাটার নিজের বাড়িতে ফেরার পথে হাট ভরতখালী এলাকায় পথরোধ করে একদল দুবৃর্ত্ত। পরে তাকে সিএনজি থেকে নামিয়ে লোহার রড, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
হামলার বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, সাঘাটা উপজেলার হাট ভরতখালি এলাকায় সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের ওপর হামলা চালানো হয়েছে। ধারণা করা হচ্ছে নির্বাচন পরবর্তী সহিংসতায় এ হামলার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা তার ওপর হামলা চালিয়েছে, এটি এখনো জানা যায়নি। এ বিষয়ে পুলিশ কাজ করছে।
উল্লেখ্য, গাইবান্ধা-৫ আসনের ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মেয়ে স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলীর প্রধান নির্বাচনি এজেন্ট ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।
(ঢাকাটাইমস/৮জানুয়ারি/এআর)

মন্তব্য করুন