নির্বাচন পরবর্তী সহিংসতা: ২ জনকে কুপিয়ে হত্যা, আহত ৮১, বাড়িঘর ভাঙচুর

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৪, ২০:৫২| আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ২৩:৫৮
অ- অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজধানীসহ ৫ জেলায় আওয়ামী লীগ ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫৫ জন।

রবিবার নির্বাচন শেষ হওয়ার পর থেকে গতকাল রাত ৮টা পর্যন্ত এসব সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত দুই জনের মধ্যে একজন স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী ফুয়াদ (৪০)। তার বাড়ি ঝালকাঠির নলছিটিতে। তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত ১০টার দিকে উপজেলার চৌদ্দবুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন পটুয়াখালীতে ৭ জন, ঝিনাইদহে ১৭ জন, নেত্রকোণায় ১২ জন, ঢাকায় ৩ জন, পাবনায় ৪ জন ও পিরোজপুরে ১২ জন, জয়পুরহাটে ১৬, মাদারীপুরে ১০ জন।

প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত খবর:

ঝালকাঠি

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী ফুয়াদ (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ফুয়াদ কাজী ওই গ্রামের মকবুল হোসেন কাজীর ছেলে ও সিদ্ধকাঠি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। রবিবার রাত ১০টার দিকে নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

পটুয়াখালী

পটুয়াখালী-৪ আসনে নৌকা প্রতীকের নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যাওয়ার সময় ৭ কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করেছে ঈগল প্রতীকের সমর্থকরা।

সোমবার দুপুরের দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী হাটখোলা বাজার সংলগ্ন মুজিব কিল্লার পাশে হামলার এ ঘটনা ঘটে। আহতদের বরিশাল সেবাচিম হাসপাতাল ও কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ

ঝিনাইদহে নির্বাচনপরবর্তী সহিংসতায় অর্ধশত বাড়িঘরে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ১৭ জন আহত হয়েছেন।

সোমবার সকালে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বারইখালী, হীরাডাঙ্গা সুরাপাড়া গ্রামে এবং হরিণাকুণ্ডু উপজেলার গাড়াবাড়িয়া, শিতলী, বেড়বিন্নী চটকাবাড়ীয়াসহ বেশ কয়েকটি গ্রামে এসব ঘটনা ঘটে। হামলায় আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, ঝিনাইদহ- আসনে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল নির্বাচিত হন। ফলাফল ঘোষণার পর হরিণাকুণ্ডু উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে নৌকার সমর্থক ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘাত বাঁধে। এতে ঈগল প্রতীকের সমর্থক আহত হন। আহতদের রাতেই ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার জের ধরে মহুলের সমর্থক পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরনের অনুসারীরা নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমির সমর্থক জেলা যুবলীগের সদস্য ইব্রাহিম খলিল রাজার বাড়িসহ তার অনুসারীদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বারইখালী, হীরাডাঙ্গা সুরাপাড়া গ্রামের অন্তত ৫০টি ঘরে ভাঙচুর লুটপাট করে। এসময় বাধা দিতে গেলে নারীসহ অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে হরিণাকুণ্ডু উপজেলার তেঁতুলিয়া পাড়ায় চটকাবাড়ীয়া গ্রামের রনি নামে ঈগল প্রতীকের সমর্থক এক যুবককে কুপিয়ে আহত করেছে সজিব নামে এক নৌকার সমর্থক। আহত রনিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নেত্রকোণা

নেত্রকোণার আটপাড়ায় নৌকা প্রতীকের সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাক প্রতীকের ১১ সমর্থক নৌকা প্রতীকের এক সমর্থক আহত হয়েছেন। রবিবার রাতে উপজেলার দেওশ্রী বাজারে ঘটনা ঘটে।

আহতদের মধ্যে নুরুল আমিন (২৪) নামে এক যুবক সোমবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। তিনি আটপাড়া উপজেলার লুনেশ্বরপুর ইউনিয়নের দেওগাঁও গ্রামের কাজিম উদ্দিনের ছেলে

ঢাকা

রাজধানীর বাড্ডার বেরাইদ এলাকায় নির্বাচনি সহিংসতা, হামলা ভাঙচুরে তিনজন আহত হয়েছেন। আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। সোমবার দুপুরের দিকে এই হামলার ঘটনা ঘটে।

পাবনা

নির্বাচন পরবর্তী সহিংসতায় পাবনার বেড়া উপজেলার -১০টি বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে। সময় জন আহত হয়েছে বলে জানা গেছে।

সোমবার সকালে পাবনা- আসনের বেড়া পৌরসভা এলাকার সানিলা গ্রামে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর আহত করার অভিযোগে ওঠে নৌকার সমর্থকদের বিরুদ্ধে।

পিরোজপুর

পিরোজপুরের ইন্দুরকানীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় ১২ নেতাকর্মী আহত হয়েছেন। রবিবার (৭ জানুয়ারি) রাতে জেলার ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নে এই সহিংসতার ঘটনা ঘটে। আহতরা সকলে নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থী শ.ম রেজাউল করিমের সমর্থক বলে জানা গেছে। জেলার ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের পশ্চিম বালিপাড়া পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহতদের ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া

কুষ্টিয়া-১ ও ৪ ( কুমারখালি-খোকসা) আসনে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে। এতে ১৬ জন আহতসহ ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে দৌলতপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত ১০ জন আহত হয়েছে। এসময় পরাজিত নৌকার সমর্থকদের একটি বাড়িতে আগুন, নির্বাচনি অফিস ও দোকানপাট ভাঙচুর করার অভিযোগ উঠেছে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

সোমবার (৮ জানুয়ারী) সকালে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

মাদারীপুর

মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর বিজয় মিছিলে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার বেলা ১১টার দিকে কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের ফাসিয়াতলা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপকে পরাজিত করে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম।

সোমবার সকালে তাহমিনার সমর্থক আলিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি কালিগঞ্জ থেকে ফাসিয়াতলা বাজারের যাবার পথে আলীনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহিদ পারভেজের নেতৃত্বে মিছিলে অতর্কিত হামলা চালানো হয়।

(ঢাকাটাইমস/০৮জানুয়ারি/পিএস/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা