রাজশাহীর আরডিএ মার্কেটে ভয়াবহ আগুন

রাজশাহী মহানগরীর সাহেব বাজারে আরডিএ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
রাজশাহী বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, সন্ধ্যার দিকে হঠাৎ অগ্নিকাণ্ডের খবর পায় তারা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিভাবে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত তা এখনো জানা যায়নি। এখন পর্যন্ত কোন হতাহতের খবর মেলেনি।
রাজশাহী জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক ওহিদুল ইসলাম বলেন, তাদের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তিনি সেখানে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের শান্তনা দেন।
(ঢাকাটাইমস/০৮জানুয়ারি/ইএইচ)
মন্তব্য করুন