বগুড়া-৩ আসনে ট্রাকের ধাক্কায় জামানত হারালেন ১০ প্রার্থী 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২৪, ১২:০৫
অ- অ+

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে জামানত হারিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও জাপা মনোনীত দুবারের এমপি অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদারসহ ১০ প্রার্থী।

জামানত হারানো এসব প্রার্থীদের মধ্যে অবশ্য সবচেয়ে বেশি ভোট পেয়েছেন লাঙলের নুরুল ইসলামই। তিনি পেয়েছেন ১০ হাজার ৫২৩ ভোট। সেখানে ৬৯ হাজার ৭৫০ ভোট পেয়ে জয়লাভ করেছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের খাঁন মুহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন।

এদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের স্বতন্ত্র অজয় কুমার সরকার কাঁচি প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৮১৫ ভোট।

রবিবার রাত ৯টায় বগুড়ার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম নির্বাচনের ফলাফল ঘোষণার পর জামানত বাজেয়াপ্তের বিষয় নিশ্চিত হওয়া গেছে।

এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে ফেরদৌস স্বাধীন ফিরোজ পেয়েছেন ২ হাজার ৪৬৫ ভোট, বিএনপি থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন নয়ন ফুলকপি প্রতীকে পেয়েছেন ২ হাজার ২২৪ ভোট, একতারা প্রতীকে বাংলাদেশ সুপ্রীম পার্টির প্রার্থী আফরিনা পারভীন পেয়েছেন ৪১০ ভোট, সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির প্রার্থী আব্দুল মোত্তালেব পেয়েছেন ২৩৯ ভোট, মশাল প্রতীকে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর প্রার্থী এ আব্দুল মালেক সরকার পেয়েছেন ৪২৫ ভোট, ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের তাজ উদ্দীন মন্ডল পেয়েছেন ২ হাজার ৬১৮ ভোট, নোঙ্গর প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন এর প্রার্থী রফিকুল ইসলাম সরদার পেয়েছেন ৪৯২ ও কেটলি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন ৫৭৩ ভোট ও আলমিরা প্রতীকে ক্যাপ্টেন জাকারিয়া পেয়েছেন ১ হাজার ৫৩৯ ভোট।

জানা গেছে, এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২২ হাজার ১৬৭ জন। যার মধ্যে প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ২১ হাজার ৩৯। মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৭৩। বাতিলকৃত ভোটের সংখ্যা ৫ হাজার ৯৬৬।

উল্লেখ্য, নৌকার সমঝোতার আসন হিসেবে পরিচিত বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া)। তৃতীয়বারের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেয় আওয়ামী লীগ। কিন্তু ভোটের মাঠে জাপা প্রার্থীকে ছাড় দেননি এ আসনের নৌকা বঞ্চিত প্রার্থী সিরাজুল ইসলাম খাঁন রাজুর ছেলে ও আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন।

(ঢাকাটাইমস/৯জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা