নেত্রকোণায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় বৃদ্ধার মরদেহ উদ্ধার, আটক ৩

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২৪, ১৫:০১
অ- অ+

নেত্রকোণা জেলা শহরের নিউটাউনস্থ বিলপাড় এলাকার একটি বাসা থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে নিউটাউন বিলপাড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বৃদ্ধা জোছনা বেগম (৭০)। তিনি একই এলাকার মৃত আবুল মুন্সীর স্ত্রী।

এ ঘটনায় শহরের ফারুক হোসেন মিল্টনের ছেলে সাম্মাম হোসেন সিনহা, পূর্ব চকপাড়া এলাকার আব্দুল হকের ছেলে সাব্বির হোসেন চয়ন ও রিয়াদ হাসান অনিককে জিজ্ঞাসাবাদের জন্য নেত্রকোণা মডেল থানা পুলিশ আটক করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত জোছনা বেগমের তিন ছেলের মধ্যে এক ছেলে বগুড়া, আরেক ছেলে বরিশাল থাকেন। আর তিনি বড় ছেলে মিল্টন মোল্লার সাথে নিউটাউন বিলপাড়ের বাসায় বসবাস করতেন। ১০ দিন আগে কাজের সূত্রে মিল্টন বরিশাল যান। মিল্টনের স্ত্রীও জেলার আটপাড়া উপজেলায় তার বাবার বাড়িতে বেড়াতে যান। এ কারণে কয়েকদিন ধরে জোছনা বেগম বাসায় একাই ছিলেন। সোমবার নিহতের বড় ছেলে মিল্টন বার বার তার মাকে ফোন করলেও তিনি ফোন ধরছিলেন না। এই খবর পেয়ে রাত সাড়ে ১০টায় জোছনা বেগমের ভাই ফেরদৌস আহমেদ বাসার দরজার তালা ভেঙে ঘরে ঢুকে মেঝেতে বোনকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় তার মরদেহ পরে থাকতে দেখেন।

পরে নেত্রকোণা মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। তখন ঘরের ভেতরে জিনিসপত্র এলোমেলো অবস্থায় ও ষ্টীলের আলমারি খোলা ছিল।

এ ব্যাপারে নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। থানায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় বৃদ্ধার নাতিসহ তিনজনকে আটক করা হয়েছে এবং তথ্য উদঘাটনে জিজ্ঞাসাবাদ চলছে।

(ঢাকা টাইমস/০৯জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা