দেশের মানুষ উন্নয়নের পক্ষেই ভোট দিয়েছে: পরিকল্পনামন্ত্রী

সকল ষড়যন্ত্র উপক্ষা করে নির্বাচনে দেশের মানুষ উন্নয়নের পক্ষেই ভোট দিয়েছে বলে মন্তব্য করেছেনপরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের নৌকার বিজয়ী প্রার্থী এমএ মান্নান।
নির্বাচন পরর্বতীতে সুনামগঞ্জের জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলায় দলীয় নেতাকর্মী ও উপজেলাবাসিকে কৃতজ্ঞা জানানোকালে একসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন স্বাধীনতা ও উন্নয়নের পক্ষের দল আওয়ামী লীগকে। আমি কৃতজ্ঞ, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের পাশে থাকব, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়েছে। এ নির্বাচনে পরাজিত হয়েছে গণবিরোধী চক্র।
এ ম এ মান্নান আরও বলেন, জগন্নাথপুর ও শান্তিগঞ্জে চলমান উন্নয়ন কাজকে এগিয়ে করব। পাশাপাশি জনগুরুত্বপূর্ণ বড় বড় উন্নয়ন প্রকল্পের কাজ করা বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। টানা চারবারের মতো আপনারা আমাকে নির্বাচিত করেছেন। আমি কথা দিচ্ছি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের পাশে থাকবো।
তিনি বলেন, এবারের নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে আপনারা আমাকে বিজয়ী করেছেন। আবারও আপনাদের নিকট কৃতজ্ঞ। কৃতজ্ঞ আল্লাহ’র কাছে।
মন্ত্রী বলেন, গত ১৫ বছরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে দেশের মানুষ উন্নয়নের পক্ষেই ভোট দিয়েছেন। দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র বিফল হয়েছে। ওই চক্র নির্বাচন বানচাল করতে নানামুখি অপ্রচার চালিয়ে ভোটকেন্দ্রে ভোটাদের না যেতে প্রচার করে। ভোটারদের ভয়ভীতিসহ নানা কুৎসা রঠানো হয়। দেশের মানুষ ভোটে অংশ নিয়ে তাদেরকে প্রত্যাখ্যান করেছে। সকল হুমকি-ধামকির ঊর্ধ্বে উঠে মানুষ উৎসবে তাদের ভোট প্রয়োগ করেছেন।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমদ।
উপজেলা যুবলীগের সহসভাপতি সাইফুল ইসলাম রিপনের পরিচালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের ছেলে সাদাত মান্নান অভি প্রমুখ। এরআগে আওয়ামী লীগের বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীরা।
(ঢাকাটাইমস/৯জানুয়ারি/এআর)

মন্তব্য করুন