নাঙ্গলকোটে বিএনপির ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২৪, ২১:২৬
অ- অ+

কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নের নুরপুর গ্রামের ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি খোরশেদ আলমের বাড়িতে হামলার ঘটনায় বিস্ফোরক আইনে বিএনপির ৯ নেতাকর্মীর নাম উল্লেখসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রবিবার আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম বাদী হয়ে নাঙ্গলকোট থানায় এ মামলা করেন।

মামলায় অভিযুক্তরা হলেন- যুবদল নেতা পদুয়া গ্রামের খোরশেদ আলম রাজু (২০), করের ভোমরা গ্রামের কুতুব উদ্দিন (৩৬), একই গ্রামের হাছান (২৫), মামুন (২০), নুরপুর গ্রামের আবু ত্বোহা আদনান (২৫), একই গ্রামের মেহেদী হাছান (২৮), কবির হোসেন (২৫), মনজুরুল হক (২৯), বিএনপি নেতা গিয়াস উদ্দিন (৫০) ও অজ্ঞাত আরো ১০ বিএনপি নেতাকর্মী।

বাঙ্গড্ডা ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি খোরশেদ আলম বলেন, আমাকে হত্যা ও বাড়িঘর জ্বালিয়ে দেয়ার উদ্দেশ্যে আসামিরা হামলা চালায়। আমি এ ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানাই।

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এক আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

(ঢাকাটাইমস/০৯জানুয়ারি/ ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা