শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের গুণ্টিঘর এলাকায় রেললাইনে এ ঘটনাটি ঘটেছে।
তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। ওই নারীর বয়স আনুমানিক ৩০ বছর।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুল ইসলাম জানান, সাতখামাইর ঘুণ্টিঘর রেলগেট এলাকায় জামালপুর কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারী। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পরে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(ঢাকাটাইমস/১০জানুয়ারি/ইএইচ)
মন্তব্য করুন