ভোটার তালিকায় নাম না থাকায় ফেনীতে ১৩ আইনজীবীর মামলা

ফেনী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৪, ১৬:০২| আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১৬:০৪
অ- অ+

ফেনী জেলা আইনজীবী সমিতির ভোটার তালিকায় নাম না থাকায় আদালতে মামলা করেছেন ১৩ জন আইনজীবী। মামলায় সমিতির কার্যনির্বাহী পরিষদ ও বার কাউন্সিল সচিবকে বিবাদী করা হয়েছে।

বুধবার বিকালে যুগ্ম জেলা জজ প্রথম আদালতে মামলাটি করা হয়।

মামলায় বাদি হিসেবে রয়েছেন অ্যাডভোকেট গোলাম সরওয়ার, মোহাম্মদ হানিফ মজুমদার, মিজানুর রহমান সেলিম, রায়হান উদ্দিন মামুন, এসএম আবুল মনসুর রানা, আবদুল আহাদ ভূঞা, রবিউল হক ফরহাদ, আবদুল মালেক, সাইদুর রহমান রাব্বী, একরামুল হক ভুঁইয়া, সাইফুল্লাহ রাশেদ, শাহজালাল ভূঞা সবুজ ও আনোয়ারুল আজিম।

মামলায় উল্লেখ করা হয়, বাদীরা বার কাউন্সিলের অনুমোদনক্রমে জেলা আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। বিভিন্ন সময়ে ফেনী জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটিতেও দায়িত্ব পালন করেছেন। গত বছর ১২ জুলাই সমিতির সাধারণ সভায় তাদের আসন্ন নির্বাচনে ভোটার না করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তকে তারা গঠনতন্ত্র বহির্ভূত বলেও উল্লেখ করেন।

জানা যায়, ২০২৩ সালের ২০ ডিসেম্বর নির্বাচন সংক্রান্ত তফশিল প্রকাশ করা হয়। চলতি বছরের ১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে ২০ জানুয়ারি ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়।

এ বিষয়ে ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল বশর চৌধুরী বলেন, সমিতির জরুরি বৈঠকে আলোচনা সাপেক্ষে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/প্রতিনিধি/পিএস)।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে সেনাবাহিনীর অভিযান
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে হামলার অভিযোগ
যানজট নিরসনে কাজ করবে সরকারের ৪ সংস্থা: ডিএনসিসি প্রশাসক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা