ফেনীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৪, ১৬:২৭| আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১৬:৪৬
অ- অ+

ফেনীর পরশুরামে বাবার বিরুদ্ধে কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে পরশুরাম থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত মো. ইসমাইল হোসেনকে (৪২) গ্রেপ্তার করেছে।

বুধবার গভীর রাতে উপজেলার পৌর এলাকার বাউর পাথর গ্রামে এই ঘটনা ঘটেছে। ইসমাইল হোসেন ওই গ্রামের আবুল কালামের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে তিনটার দিকে ভুক্তভোগী কিশোরী তার কক্ষে ঘুমিয়ে পড়ে। এসময় মো. ইসমাইল কিশোরীর কক্ষে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। কিশোরীর চিৎকার শুনে তার মা মোমেনা আক্তার মেয়ের কক্ষে গিয়ে দেখেন সে কান্নাকাটি করছে। কারণ জিজ্ঞাসা করলে কিশোরী ঘটনার বর্ণনা দেন।

পরে তাকে ঘরের ভেতর আটক করে স্থানীয় কমিশনার খুরশিদ আলম ও সমাজ সভাপতি মীর আহাম্মদসহ স্থানীয় লোকজনকে জানালে তারা ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ইসমাইল হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।

ভোক্তভোগী কিশোরীর মা মোমেনা আক্তার বলেন, আমার মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ে। তার স্বামী দুশ্চরিত্র ও লম্পট প্রকৃতির লোক বলেও জানান তিনি।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন খান বলেন, মেয়েকে ধর্ষণের অভিযোগে তার মা বাদী হয়ে মামলা দায়ের করেছে। এই ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমকে শারীরিক পরীক্ষার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত বছর ১১ নভেম্বর মো. ইসমাইল হোসেন তার কিশোরী কন্যাকে ধর্ষণ করেছে বলে জানিয়েছে ভুক্তভোগী। ওইদিন তার মা নানার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন বলেও জানান ওই কিশোরী।

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে সেনাবাহিনীর অভিযান
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে হামলার অভিযোগ
যানজট নিরসনে কাজ করবে সরকারের ৪ সংস্থা: ডিএনসিসি প্রশাসক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা