নড়াইলে অবৈধ সিমসহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৪, ২০:২৫

নড়াইলে তিনটি মোবাইল ফোন, ১২৬টি অবৈধ সিম, ফিঙ্গার স্ক্যানার ও বায়োমেট্রিক সিম নিবন্ধন ট্যাবসহ দুজন প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মেহেদী হাসান।

পুলিশ সুপার জানান, নড়াইলের কালিয়া উপজেলার কলামনখালী গ্রামের সবুজ শেখকে (৩৫) যাদবপুর বাজার থেকে এবং খুলনা সদরের ট্র্যাফিক মোড় এলাকার আবুল কালাম শেখের ছেলে মাহফুজুর রহমানকে (২৩) রুপসা পশ্চিমঘাট এলাকা থেকে গত বুধবার রাতে গ্রেপ্তার করা হয়।

এ সময় সবুজ শেখের কাছ থেকে ৯০টি অবৈধ মোবাইল ফোন সিম এবং মাহফুজুর রহমানের কাছ থেকে দুটি করে বায়োমেট্রিক সিম নিবন্ধন ট্যাব ও ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার এবং তিনটি মোবাইল ফোন সেট ও ৩৬টি অবৈধ সিম জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, সদর থানার ওসি সাইফুল ইসলামসহ পুলিশ কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :