ভৈরবে ২৩ বছর পর পেল মন্ত্রিত্ব, খুশিতে আনন্দ মিছিল 

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৪, ১৪:৫৭
অ- অ+

কিশোরগঞ্জের ভৈরবে দীর্ঘ ২৩ বছর পর মন্ত্রিত্ব পেয়ে খুশিতে নেতাকর্মীরা বিশাল আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য নাজমুল হাসান পাপন এবার পেয়েছেন মন্ত্রিত্ব। তাঁকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আতশবাজিসহ সোশ্যাল মিডিয়ায় কৃতজ্ঞতা জ্ঞাপনের চলছে সমারোহ।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ভৈরব কেবি সরকারি পাইলট হাই স্কুল মাঠে শত শত নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন।

উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত

বিশাল আনন্দ মিছিলটি ভৈরব সরকারি কেবি পাইলট হাই স্কুল মাঠ থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ে নেতাকর্মী ও জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করেন।

আনন্দ মিছিলের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. জাকির হোসেন কাজল, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগের নেতাকর্মী তাদের স্ব স্ব ওয়ার্ড ও ইউনিয়ন থেকে এসে মিছিলে অংশগ্রহণ করেন।

এসময় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও নারী নেত্রী আইভি রহমানের সন্তানকে মাননীয় প্রধানমন্ত্রী পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে নিযুক্ত করায় ভৈরববাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ বলেন, দীর্ঘ ২৩ বছর পর বাবার পর ছেলের গাড়িতে মন্ত্রীর পতাকা উঠেছে এতে ভৈরব -কুলিয়ারচরবাসী খুব আনন্দিত। আমাদের আশা দেশের পাশাপাশি ভৈরব-কুলিয়ারচরে ক্রীড়া ও যুব উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবেন।

(ঢাকা টাইমস/১২জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোনারগাঁও ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের বর্ণাঢ্য উদ্বোধন 
হবিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে সেনাবাহিনীর অভিযান
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে হামলার অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা