আ.লীগকে সরিয়ে তারা হুকুমের দাস হতে চেয়েছিল, বিএনপিকে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৪, ১৬:৫০| আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১৭:৩০
অ- অ+

বিএনপির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগকে সরিয়ে তারা হুকুমের দাস হতে চেয়েছিল। দেশের মানুষ নির্বাচনে ভোটের মাধ্যমে তাদেরকে জবাব দিয়েছে।’

শনিবার বিকালে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সভার আয়োজন করে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ।

এর আগে শনিবার সকালে ঢাকা থেকে সড়ক পথে রওনা দিয়ে বেলা ১১টার দিকে দুদিনের সফরে টুঙ্গিপাড়া পৌঁছান প্রধানমন্ত্রী। তার সঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্যরা ছিলেন।

টুঙ্গিপাড়ায় পৌঁছে দুপুর ১১টা ৫৫ মিনিটের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। এরপর দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। টানা চতুর্থবার সরকার গঠনের পর টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর এটা প্রথম সফর।

প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। তারপর আমরা নির্বাচন সফল করেছি। তবে এখনও ষড়যন্ত্র শেষ হয়নি। এখনও দেশে- ‍বিদেশে চক্রান্ত চলছে।’

শেখ হাসিনা বলেন, আমি একজন নারী হয়ে পাঁচ বার ক্ষমতায়, এটা অনেকের ভালো লাগে না। তাদের সহ্য হয় না।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি তালা ভেঙে তাদের অফিসে ঢুকেছে। এটা হলো বিএনপি নেতাদের নাটক। গত ২৮ অক্টোবর জনসভার নামে বিএনপি নাশকতা করে দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। দেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে।

যুদ্ধের কারণের সারা বিশ্বের দ্রব্যমূল্য বাড়ছে উল্লেখ করে দেশের বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মন্ত্রীদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। বলেন, ‘রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পবিত্র রমজান ঘনিয়ে আসছে, মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন। এই মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো উচিত নয়।

যার যতটুকু জমি আছে তাতে চাষাবাদ করতেও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/জেএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইমনের রেকর্ড গড়া সেঞ্চুরিতে বাংলাদেশের প্রত্যাশিত জয়
নির্বাচন কমিশন কখন তফসিল ঘোষণা করবে জাতি জানতে চায়: রিজভী
স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত
ইমনের সেঞ্চুরিতে আমিরাতকে চ্যালেঞ্জিং টার্গেট দিল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা