পাটুরিয়া ঘাটে ফেরি ডুবি: জীবিত উদ্ধার ২০, ঘটনাস্থলে উদ্ধারকারী জাহাজ রুস্তম

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৫ নম্বর ঘাটের কাছে বাল্কহেডের ধাক্কায় রজনীগন্ধা ফেরি ডুবির ঘটনায় এখন পর্যন্ত ২০জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এ দিকে উদ্ধার অভিযানে ঘটনাস্থলে পৌঁছেছে বিআইডব্লিউটিসির উদ্ধারকারী জাহাজ রুস্তম। জাহাজটি ঘটনাস্থলে দুপুর ১২টার দিকে পৌঁছায়।
এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মো. খালেদ নেওয়াজ।
তিনি বলেন, ফেরিতে থাকা মানুষের চিৎকার শুনে মাছ ধরা ট্রলারে স্থানীয়রা এসে ২০ জনকে জীবিত উদ্ধার করে। খবর পেয়ে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলছে। ফেরির সেকেন্ড ড্রাইভার হুমায়ূন কবির (৩৯) নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিস এর উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম খালেদ নেওয়াজ জানান, বাল্কহেডের ধাক্কায় পাটুরিয়া ৫ নং ঘাটের কাছে রজনীগন্ধা নামে একটি ইউটিলিটি ফেরি ডুবে গেছে। ফেরিতে ৭টি ছোটো ট্রাক ও ২টি বড় ট্রাক ছিল।
এ দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে সোয়া ৭ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে এলে বুধবার কাল পৌনে ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়।
(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/জেডএম)

মন্তব্য করুন