কুষ্টিয়ায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ময়না খাতুনকে (৩৭) গ্রেপ্তার করেছে র্যাব-১২।
মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা জেলার সাভার থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ময়না খাতুন ভেড়ামারা উপজেলার নওদাপাড়া গ্রামের খাজা আলীর স্ত্রী।
বুধবার সকালে কুষ্টিয়া র্যাব-১২ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার কিশোর রায়।
সংবাদ সম্মেলনে কিশোর রায় জানান, ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার নওদাপাড়া গ্রাম থেকে অবৈধ হেরোইন বিক্রয়ের দায়ে গ্রেপ্তার হন ময়না খাতুন। এ ঘটনায় ভেড়ামারা থানায় তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।
উক্ত মামলার বিচারিক কার্যক্রম শেষে ২০২১ সালের ২৮ নভেম্বর কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে রায় প্রদান করেন।
তিনি আরও জানান, হিরোইনসহ আটক হওয়ার পর প্রায় ৭ মাস জেল খেটে জামিনে মুক্তি পান ময়না খাতুন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। জেল থেকে মুক্তি পাওয়ার পর প্রথম স্বামীকে তালাক দিয়ে তিনি ঢাকায় চলে যান এবং ঢাকায় দ্বিতীয় বিবাহ করে সংসার শুরু করেন।
পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তারের ব্যাপারে র্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। মঙ্গলবার রাতে ঢাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ময়না খাতুনকে গ্রেপ্তার করা হয়।
(ঢাকা টাইমস/১৭জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন