কম্বল নিয়ে রেল স্টেশনে শীতার্তদের মাঝে ছুটে গেলেন ইউএনও

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৪, ১৬:৩৭| আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১৬:৫৭
অ- অ+

কনকনে হিমেল বাতাসে সারা দেশের মতো শীতে কাঁপছে ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুরের মানুষও। এরই মধ্যে গত এক সপ্তাহ ধরে দেখা নেই সূর্যের। শীতে বেশি কাবু হচ্ছে শিশু ও বয়স্করা। বিশেষ করে ছিন্নমূল মানুষেরা।

কনকনে শীতের এমন রাতে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান শীত বস্ত্র (কম্বল) নিয়ে রাতের অন্ধকারে ছুটে গেলেন আড়িখোলা রেলওয়ে স্টেশনে। সেখানে তিনি ছিন্নমূল ১৫০ জনের মাঝে কম্বল বিতরণ করেন।

এছাড়াও উপজেলার তুমলিয়া ইউনিয়নের রাজনগর ও সোমবাজার এলাকার আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত শীতার্ত ১১১টি পরিবারের মাঝে এবং স্থানীয় বিভিন্ন সড়কে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। অন্যদিকে উপজেলা বিভিন্ন ইউনিয়নে ৩ হাজার ২৮০টি কম্বল বিতরণ করেন।

বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার আড়িখোলা রেলওয়ে স্টেশন, রাজনগর ও সোমবাজার আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত শীতার্ত পরিবারে এবং স্থানীয় বিভিন্ন সড়কে ছিন্নমূল শীতার্ত মানুষের পাশে শীত বস্ত্র (কম্বল) নিয়ে হাজির হন ইউএনও মো. আজিজুর রহমান। এ সময় তিনি শীতার্ত মানুষদের গায়ে শীতবস্ত্র (কম্বল) জড়িয়ে দেন।

ইউএনও ছাড়াও এ সময় কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উখিং মে, উপজেলা সহকারী কমিশনার উম্মে হাফছা নাদিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

ইউএনও মো. আজিজুর রহমান বলেন, এই শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে থাকে ছিন্নমূল অসহায় দরিদ্র মানুষগুলো। আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত মানুষগুলো এমনিতেই অসহায়ভাবে জীবন-যাপন করে থাকেন। তাই শীতার্তদের জন্য কম্বল সবার আগে এদের মাঝে বিতরণ করতেছি। এ কম্বল বিতরণ চলমান থাকবে বলে উল্লেখ্য করে সমাজের বিত্তবানদেরকে এ সকল অসহায় শীতার্ত ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দোহার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক গ্রেপ্তার
‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন
সুবর্ণচর এক্সপ্রেস দ্রুত চালুর দাবিতে নোয়াখালীতে দেড়ঘণ্টা রেলপথ অবরোধ 
জেফারের তীরে মিশ্র প্রতিক্রিয়া দর্শক-শ্রোতার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা