নরসিংদীতে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নরসিংদীর রায়পুরায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পর্যটক এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার মেথিকান্দা রেলস্টেশনের পূর্ব পাশের অদূরে মহিষমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ নাজিউর রহমান।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিউর রহমান জানান, সকালে পর্যটক ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ওই ব্যক্তি নিহতের খবর পেয়ে দুপুর ১২টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। তার নাম পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/ ইএইচ)
মন্তব্য করুন