পুলিশ কমিশনার ও পুনাকের উদ্যোগে বৃক্ষরোপণ

খুলনা ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৪, ২২:৪৯

খুলনায় পুলিশ কমিশনার ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) পুনাকের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় কেএমপির বয়রাস্থ পুলিশ লাইন্সে কমিশনার মো. মোজাম্মেল হক বিপিএম (বার), পিপিএম এবং তার সহধর্মিণী পুনাক সভানেত্রী সুলতানা হক ফলজ গাছের চারা রোপণ করেন।

এ সময় পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বৃক্ষরোপণের প্রতি সবসময়ই গুরুত্বারোপ করতেন এবং নিজ হাতে গাছের যত্ন নিতেন। মানুষের মৌলিক চাহিদা পূরণসহ প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অনস্বীকার্য। জীববৈচিত্র্য সমৃদ্ধ টেকসই পরিবেশ সংরক্ষণ, কার্বন আধার সৃষ্টি, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, কর্মসংস্থান সৃষ্টি ও আর্থ-সামাজিক উন্নয়নে বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

এ সময় পুনাক সভানেত্রী বলেন, ‘বিশ্বব্যাপী প্রাকৃতিক বিপর্যয়ের ফলশ্রুতিতে প্রতিনিয়ত তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং শীতের প্রকোপ কমে যাচ্ছে। এতে বাংলাদেশের ঋতু বৈচিত্র্যকে ওপর নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা দেশের ১ ইঞ্চি জায়গাও যেন পতিত পড়ে না থাকে। পুনাক সংগঠনটি নারীর ক্ষমতায়নের পাশাপাশি অর্থনৈতিক মুক্তি অর্জনসহ তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সকলে মিলে একটি প্রগতিশীল সমৃদ্ধ স্মার্ট ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার জন্য সমন্বিতভাবে কাজ করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।’

বৃক্ষরোপণ কর্মসূচিতে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছা. তাসলিমা খাতুন, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত রাশিদা বেগম, পিপিএম সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত এম এম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মো. কামরুল ইসলাম, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (সোয়াট) মো. মারুফাত হুসাইন, সহকারী পুলিশ কমিশনার (আরও) মো. আজম খান, সহকারী পুলিশ কমিশনার (ফোর্স) খোন্দকার সাদ্দাদুল বাকী উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/ ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :