ফেনীতে ছাত্রদল নেতাকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে ছাত্রলীগ কর্মীরা

ফেনীর সোনাগাজীতে মনিরুল ইসলাম জিহাদ (২০) নামে এক ছাত্রদল নেতাকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে ছাত্রলীগ কর্মীরা।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার বগাদানা ইউনিয়নের কাটা খিলা মাদরাসার সামনে এ ঘটনা ঘটে। জিহাদ বগাদানা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক এবং আলমপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
পুলিশ, আহতের স্বজন ও দলীয় সূত্রে জানা যায়, ছাত্রদল নেতা জিহাদ স্থানীয় বাংলা বাজার থেকে পায়ে হেঁটে বাড়ির যাওয়ার সময় বগাদানা ইউনিয়নের কাটা খিলা মাদরাসার সামনে পৌঁছালে সেখানে আগে থেকে ওঁৎপেতে থাকা ছাত্রলীগ কর্মী সাইফুল ইসলাম, ইমাম হোসেন ও মো. সজীবসহ ৫-৬জন জিহাদের ওপর হামলা চালিয়ে তাকে মারাত্মক আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহাগ নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারীদের অব্যাহত হুমকির কারণে আহত ছাত্রদল নেতার পরিবার ভয়ে থানায় মামলা করতে সাহস পাচ্ছে না।
(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন