করপোরেট জগতে শাকিব খান, লাখো মানুষের কর্মসংস্থানের প্রত্যাশা

লম্বা ক্যারিয়ারে সিনেমার রাজকীয় অধ্যায়ের বাইরে শাকিব খানের খানিকটা জুড়ে আছে তার ব্যক্তিগত জীবন, প্রযোজনা আর কিছু পণ্যের বিজ্ঞাপন। এখনও তিনি সর্বাধিক ব্যস্ততার মধ্যে নিজেকে অটুট রেখেছেন ঢালিউডের সর্বোচ্চ শিখরে। মুক্তির অপেক্ষায় রয়েছে নায়কের বিগ বাজেটের তিনটি সিনেমা- ‘দরদ’, ‘রাজকুমার’ ও ‘তুফান’।
এর সবটুকু ছাপিয়ে নতুন অবতারে হাজির হলেন ঢালিউড কিং। এবার করপোরেট জগতে পা রাখলেন দেশ সেরা এই নায়ক। শনিবার দুপুরে রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে তিনি জানালেন ‘রিমার্ক ও হারল্যান’ নামের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও মালিক হিসেবে যুক্ত হয়েছেন। তবে এ প্রতিষ্ঠানের মূল উদ্যোক্তা দেশের নামি কোম্পানি ওয়ালটন।
করপোরেট জগতে যুক্ত হয়ে শাকিব প্রত্যাশা করেন, ওয়ালটনের মতো রিমার্ক ও হারল্যান কোম্পানিও কয়েক বছরের মধ্যে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে।
প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে শাকিব বলেন, ‘এর আগে আমি ব্যবসা করেছি সিনেমাকেন্দ্রিক। প্রযোজনা, পরিবেশনা করেছি। তার বাইরে এসে ব্যবসায়ী হয়ে ওঠা, এটা সত্যিই আমার জন্য চ্যালেঞ্জিং বিষয়। আপনারা যেমন ভালোবেসে আমাকে নাম্বার ওয়ান বলে ডাকেন, আমিও কিন্তু নাম্বার ওয়ান কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছি।’
শাকিবের এই প্রতিষ্ঠান থেকে স্কিন কেয়ার, প্রসাধনী, টয়লেট্রিজ, হোম কেয়ার, পারফিউমসহ বিভিন্ন পণ্য বিক্রি করা হবে। এসব পণ্য যেন দেশ ছাড়িয়ে ইউরোপ-আমেরিকাতেও পৌঁছে যায়, সেই লক্ষ্যেই কাজ করছেন শাকিব ও সংশ্লিষ্টরা।
রিমার্ক ও হারল্যানের চেয়ারম্যান হিসেবে আছেন এস এম আশরাফুল আলম, ভাইস চেয়ারম্যান সোনিয়া আক্তার, শাহরিয়ার আলম শুভ (ডিরেক্টর), ফারিহা আলম প্রভা (ডিরেক্টর), আলিসা নাওয়ার (ডিরেক্টর), আবুল বাশার হাওলাদার (ডিরেক্টর) এবং এমদাদুল হক সরকার (সিইও, হারল্যান)। উদ্বোধনী অনুষ্ঠানে শাকিবের সঙ্গে তারাও উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এলএম/কেএম)

মন্তব্য করুন