আত্মবিশ্বাসী চট্টগ্রাম ধরাশায়ী হলো খুলনার কাছে

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২৪, ২২:১০| আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১৫:২৮
অ- অ+

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপেএলের দশম আসরের প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে জয় পাওয়ার পর এবার নিজেদের দ্বিতীয় ম্যাচেই হারের তিক্ত স্বাদ পেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নিজেদের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের কাছে তারা ৪ উইকেটে হেরেছে। আর খুলনা টাইগার্স জয় দিয়েই শুরু করলো এবারের আসর।

চট্টগ্রামের দেওয়া ১২২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩২ রানেই ৩ উইকেট হারায় খুলনা। তবে আফিফ হোসেনের ২৬ রান আর মাহামুদুল হাসান জয়ের ৩৯ রানে ভর করে ৪ উইকেটের জয় পায় খুলনা।

খুলনার হয়ে আজ ওপেনিংয়ে নামেন এনামুল হক বিজয় ও এভিন লুইস। কিন্তু নিজেদের জুটিকে বেশিদূর নিযে যেতে ব্যর্থ হন তারা্। দলীয় মাত্র ৯ রানে আল-আমিনের বলে ইমরান উজ্জামানের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান এভিন লুইস। আউট হওয়া আগে করেন ৬ বলে ১২ রান।

এভিন লুইসের পর সাজঘরে ফিরে যান আরেক ওপেনার এনামুল হক বিজয়। শহিদুলের বলে নাজিবুল্লাহ জাদরানের হাতে ক্যাচ তু্লে দিয়ে ফিরে যান সাজঘরে।

বিজয়ের পর শাই হোপও ফিরে যান সাজঘরে। আ্রল-আমিনের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। আউট হওয়ার আগে করেন ১১ বলে ৯ রান।

৩২ রানে ৩ উইকেট হারানোর জুটি গড়েন আফিফ হোসেন ও মাহমুদুল হাসান জয়। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়ায় খুলনা। কিন্তু দলীয় ৭৮ রানে আফিফের বিদায়ে ভেঙে যায় এই জুটি। ২৮ বলে ২৬ রান করা আফিফ নিহাদুজ্জামানের বলে রোল্ড হয়ে ফিরে যান প্যাভিলিয়নে।

আফিফের বিদায়ের পর সাজঘরে ফিরে যান হাবিবুর রহমান সোহানও। বিলাল খানের বলে নিহাদুজ্জামানের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান সাজঘরে। আউট হওয়ার আগে করেন ৩ বলে ৩ রান।

হাবিবুর রহমানের বিদায়ের পর ফাহিম আশরাফকে নিয়ে জুটি গড়েন জয়। জয়ের দ্বারপ্রান্তে গিয়ে সাজঘরে গিয়ে যান মাহামুদুল হাসান জয়। ৪৪ বলে ৩৯ রান করে সাজঘরে ফিরে যান তিনি।

তবে তিনি ফিরে গেরেও জয় পেতে আর সমস্যা হয়নি খুলনার। ১৮ ওভার ২ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা।

এর আগে খুলনার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৮০ রানেই ৭ উইকেট হারায় চট্টগ্রাম। শহিদুল ইসলামের ৪০, নাজিবুল্লাহ জাদরানের ২৪ রান আর তানজিদ হাসান তামিমের ১৯ রানে ভর করে ১৯ ওভার ৫ বলে সব উইকেট হারিয়ে ১২১ রান তুলতে সক্ষম হয় চ্ট্টগ্রাম। আভিষ্কা ফার্নান্দো, ইমরান উজ্জামান, শাহাদাত হোসেন, শুভাগত হোম, কার্টিস ক্যাম্পফার, নিহাদুজ্জামান, বিলাল খান, আল-আমিন হোসেনরা কেউই পেরোতে পারেনি দুই অঙ্কের ঘর। (ঢাকাটাইমস/২০জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সড়ক দুর্ঘটনায় সখীপুরের জামায়াত নেতার মৃত্যু
গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
মানসিক স্বাস্থ্য ভালো রাখার ১০ উপায়
কারাগারে সেলিনা হায়াৎ আইভী, যে মামলায় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা