মৌলভীবাজারে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার

সিলেট-কুলাউড়া রেলওয়ে সেকশনে রেললাইনের পাশ থেকে লিল মিয়া (৩৫) নামে এক সিএনজি অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার মধ্যরাতে ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের কাটাখালী নামক স্থান থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত লিল মিয়া (৩৫) কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলামনগর গ্রামের বাসিন্দা।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করি।
কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ এ কে এম নজরুল ইসলাম জানান, লিল মিয়া ভাটেরা ইউনিয়নের আকলু মিয়ার ছেলে। চার সন্তানের জনক লিল মিয়া পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক।
(ঢাকাটাইমস/২১জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন