ইরানের তৈরি পদ্ধতিতে ৯৪ ভাগ নির্ভুলভাবে স্তন ক্যানসার শনাক্ত
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর ভিত্তি করে তৈরি করা ইরান ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্সের (আইইউএমএস) একটি পদ্ধতি ৯৪ শতাংশ নির্ভুলতার সাথে স্তন ক্যানসার শনাক্ত করতে পারে।
আইইউএমএস প্রেসিডেন্ট আবদোলরেজা পাজুকিকে উদ্ধৃত করে বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ‘এই ক্যানসার শনাক্তকরণ ব্যবস্থাটি ক্যানসারের অত্যন্ত সঠিক এবং সময় মতো নির্ণয়ের ক্ষেত্রে সহায়ক।’
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, দেশে অকালমৃত্যুর প্রধান কারণ ক্যানসার। গত ৩০ বছরে পরিচালিত সমীক্ষায় দেখা গেছে, স্তন ক্যানসারের প্রকোপ সবচেয়ে বেশি (১২ শতাংশ) দেশের নারীদের মধ্যে। আর নারীদের ক্যানসারের ২৬ শতাংশই স্তন ক্যানসার।
ইরানে স্তন ক্যানসার নারীদের মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ। প্রতি বছর প্রায় ৩০ শতাংশ রোগী মারা যায় এই রোগে, বিশ্বের গড় হিসাবে যা বেশি।
ক্যানসারের আগে শনাক্ত করা গেলে তা সফল চিকিৎসা এবং বেঁচে থাকার সম্ভাবনা বাড়ায়। সূত্র: তেহরান টাইমস
(ঢাকাটাইমস/২১জানুয়ারি/কেএম)