চট্টগ্রামের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে ঢাকা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২৪, ১৩:৩১| আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৩:৩৪
অ- অ+

এক দিন বিরতি দিয়ে আজ আবারও মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের দশম আসরের খেলা। যেখানে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও দুর্দান্ত ঢাকা। আজকের ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং করবে দুর্দান্ত ঢাকা।

মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি।

বিপিএলের ইতিহাসে কখনোই শিরোপা না জেতা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নিজেদের প্রথম ম্যাচ জয় দিয়েই শুরু করে। নাজিবুল্লাহ জাদরান ও শাহাদাত হোসাইনের ১২১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ভর করে সিলেটের দেয়া ১৭৮ রানের লক্ষ্য মাত্র ৯ বল ও ৭ উইকেট হাতে রেখেই টপকে যায় চট্টগ্রাম।

কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে এসেই খেই হারিয়ে ফেলে তারা। দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের কাছে তারা ৪ উইকেটে হেরে যায়। খুলনার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৮০ রানেই ৭ উইকেট হারায় চট্টগ্রাম। শহিদুল ইসলামের ৪০, নাজিবুল্লাহ জাদরানের ২৪ রান আর তানজিদ হাসান তামিমের ১৯ রানে ভর করে ১৯ ওভার ৫ বলে সব উইকেট হারিয়ে ১২১ রান তুলতে সক্ষম হয় চ্ট্টগ্রাম।

আভিষ্কা ফার্নান্দো, ইমরান উজ্জামান, শাহাদাত হোসেন, শুভাগত হোম, কার্টিস ক্যাম্পফার, নিহাদুজ্জামান, বিলাল খান, আল-আমিন হোসেনরা কেউই পেরোতে পারেনি দুই অঙ্কের ঘর।

খুলনার বিপক্ষে হেরে যাওয়া চট্টগ্রামের লক্ষ্য এবার জয়ে ফেরার। এ দিকে ঢাকা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে চট্টগ্রাম। মেয়ের অসুস্থতার কারণে বিপিএল থেকে সরে গেছেন জিয়াউর রহমান। আরা পিসিবির কাছ থেকে অনপাত্তিপত্র না পাওয়ায় দেশে ফিরে গেছেন মোহাম্মদ হারিস। খেলতে না পারলেও দলকে শুভকামনা জানিয়েছেন তিনি।

অন্যদিকে তারুণ্য নির্ভর দল নিয়েও নিজেদের প্রথম ম্যাচে সবচয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে দারুণ শুরু করে রাজধানীর দল দুর্দান্ত ঢাকা।কুমিল্লার দেওয়া ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালোই জবাব দিতে থাকে দুর্দান্ত ঢাকা। কোনো উইকেটে না হারিয়ে ১২ ওভার ৩ বলেই দলীয় শতক তুলে নেয় তারা। শেষের দিকে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়লেও শেষ পর্যন্ত ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

টানা দ্বিতীয় জয়ের খোঁজে থাকা ঢাকা শিবিরে ম্যাচের আগে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ান মিডল অর্ডার ব্যাটার অ্যালেক্স রস। সপ্তাহখানেক আগেও তিনি ব্যস্ত ছিলেন বিগ ব্যাশে। সিডনি থান্ডার প্লে অফের টিকিট না পাওয়ায় ছুটে এসেছেন ঢাকায়। তিনি আজ মাঠে নামবেন ঢাকার হয়ে।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ

আবিষ্কা ফার্নান্দো, তানজিদ হাসান তামিম, ইমরান উজ্জামান, শাহাদাত হোসেন, নাজিবুল্লাহ জাদরান, শুভাগত হোম (অধিনায়ক), কার্টিস ক্যাম্পার, শহিদুল ইসলাম, নিহাদুজ্জামান, বিলাল খান ও আল-আমিন হোসেন।

দুর্দান্ত ঢাকা একাদশ দানুশকা গুনাথিলাকা, মোহাম্মদ নাঈম, ইরফান শুকুর, অ্যালেক্স রস, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), চতুরাঙ্গা ডি সিলভা, তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম ও উসমান কাদির।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
দায়িত্ব নিয়েই হেভিওয়েট আ.লীগ নেত্রী গ্রেপ্তার, ঢাকা রেঞ্জের ডিআইজির প্রশংসায় জুলকারনাইন সায়ের
ফের একাধিক প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, বিস্ফোরণ-গোলাগুলি
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা