তাপমাত্রা নিম্নমুখী, নিকলীতে ৬০ প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ

কিশোরগঞ্জের নিকলীতে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় বুধবার ও বৃহস্পতিবার দুইদিন ৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
নিকলীর সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আক্তার ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার সকালে নিকলীতে এ যাবৎকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি। এ মাসজুড়ে শীত অনুভূত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে গত কয়েকদিন কিশোরগঞ্জে তাপমাত্রা ওঠা নামার মধ্যে রয়েছে। এর সঙ্গে ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কাজকর্মে বিঘ্ন ঘটছে হাওরে চাষিদের।
(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/পিএস)

মন্তব্য করুন