সোনারগাঁয়ে দুর্বৃত্তদের আগুনে মার্কেট পুড়ে ছাই

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৪, ১৯:৩৬| আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ২১:১১
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের ললাটি বাসস্ট্যান্ড সংলগ্ন মার্কেটে (পেট্রোল) ঢেলে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে মার্কেটের চারটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার গভীর রাতে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় অজ্ঞাতনামা উল্লেখ করে মামলা করা হয়েছে।

মার্কেট মালিক আতিকুর রহমান বলেন, প্রতিদিনের মতো দোকানিরা রাত ১০টার মধ্যে তাদের দোকান বন্ধ করে বাসায় চলে যান। গভীর রাতে দুর্বৃত্তরা মার্কেটে আগুন দেয়। মার্কেটে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন চিৎকার শুরু করে।

পরে খবর পেয়ে রাত দেড়টায় বাড়ি থেকে দ্রুত মার্কেটে এসে অন্যদের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হই। ততক্ষণে মার্কেটের চারটি দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে ভস্মীভূত হয়।

মার্কেট মালিক আরও বলেন, আগুনে একটি মুদি দোকানের টিভি ফ্রিজসহ মালামাল, মোবাইল দোকানের মোবাইলসহ যন্ত্রপাতি এবং স্বর্ণের দোকানে থাকা গহনা, যন্ত্রপাতি এবং কাপড়ের দোকানের সকলকাপড়সহ প্রয়োজনীয় অনেক মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

তালতলা তদন্ত কেন্দ্রের এসআই মজিবুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং থানায় মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/ ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা