যাত্রাবাড়ীতে দুই ভবনের মাঝে মিলল যুবকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৪, ১৭:০৬
ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে দুই ভবনের মাঝ থেকে মো. হাসান (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে মীরহাজীরবাগ কাঁচাবাজারের পাশের একটি গলির চার ও পাঁচতলা ভবনের মাঝ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হাসান ভোলার সদর উপজেলার আলী নগর মাদ্রাসা বাজার এলাকার মো. শামসুদ্দিনের ছেলে। তিনি মীরহাজীরবাগ এলাকায় থাকতেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো: সাব্বির হোসেন বলেন, ‘ট্রিপল নাইনে খবর পেয়ে শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে মীরহাজীরবাগ কাঁচাবাজারের পাশে একটি গলির চার ও পাঁচতলা ভবনের মাঝ থেকে মরদেহটি উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে সেটির ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এই পুলিশ কর্মকর্তা জানান, ‘ধারণা করা হচ্ছে, হয়তো চুরি করতে উপরে উঠার সময়ে দুই ভবনের মাঝে পড়ে গিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান হাসান। এছাড়া মৃত্যুর অন্য কোনো কারণ আছে কি না, তা তদন্ত করে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।’

মৃতের স্বজনদের বরাত দিয়ে এসআই সাব্বির আরও বলেন, ‘হাসান আগে যাত্রাবাড়ী এলাকায় বাহাদুর শাহ পরিবহনে হেলপারি করতেন। তিনি প্রায় দেড় মাস ধরে বাসায় যেতেন না। বাইরে ঘুরাঘুরি করতেন।

নিহত হাসান মাদকাসক্ত ছিলেন দাবি করে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ছেলেটি মাদকাসক্ত ছিল। তার মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এজে)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :