ঝিনাইদহে বিএনপির কালো পতাকা মিছিল
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার এবং সংসদ বাতিলের দাবিতে ঝিনাইদহে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
শুক্রবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে জেলা বিএনপির পক্ষ থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মর্ডান মোড়ে গিয়ে শেষ হয়। এতে জেলা এবং উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল শেষে মর্ডান মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা ও সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নুসহ দলীয় নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা বিএনপি নেতাকর্মীদের নামে দায়ের করা সকল মামলা প্রত্যাহার, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বর্তমান সংসদ বাতিল করার দাবি জানান।
(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/প্রতিনিধি/পিএস)