বগুড়ায় এনআরবিসি ব্যাংকের সিন্দুক ভেঙে ৯ লাখ ৭৮ হাজার টাকা চুরি

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৪, ১৩:৪৩| আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১৩:৪৯
অ- অ+

বগুড়ায় এনআরবিসি ব্যাংকের একটি উপ শাখার সিন্দুক ভেঙে ৯ লাখ ৭৮ হাজার টাকা টাকা চুরি করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাতে উপজেলার শাখারিয়া পল্লীমঙ্গল হাট এলাকায় এ ঘটনা ঘটে। সকালে বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

জানা গেছে, শাখারিয়া পল্লী মঙ্গলহাট এলাকায় দুই তলা বিশিষ্ট একটি বিল্ডিংয়ের নিচতলায় এনআরবিসি ব্যাংকের উপশাখার কার্যক্রম চলতো। ওই বিল্ডিংয়ের নিচতলাতে আরো একটি ফ্ল্যাটে এসকেএস এনজিও এবং একটিতে বাড়িওয়ালা থাকেন। দ্বিতীয় তলায় তিনটি পরিবার থাকে। সকালে ব্যাংকের ফ্ল্যাটের মূল দরজা খোলা দেখে বাড়িওয়ালা ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি পুলিশকে জানান।

বাড়িওয়ালা আব্দুর রাজ্জাক বলেন, দুর্বৃত্তরা ছাদের উপর দিয়ে বাড়িতে প্রবেশ করেছে। তিনি বলেন, ভোর ৪টায় ঘুম ভাঙার পর আমি বাথরুম থেকে এসে দরজা খুলে বাইরে দেখার চেষ্টা করি। কিন্তু দরজা খুলতে পারছিলাম না। বাহিরের দিক থেকে দরজা বন্ধ করা ছিল। এরপর আমি ভাড়াটিয়াকে ফোন দিয়ে বিষয়টি জানাই। তিনিও ঘর থেকে বের হতে পারেননি। তার ফ্ল্যাটের মূল গেটও বাহিরের দিক থেকে বন্ধ করা ছিল। দুর্বৃত্তরা সবগুলো ফ্ল্যাটের দরজা বাহির দিক থেকে বন্ধ করে রেখেছিল। পরে নাইটগার্ডসহ অন্যরা এসে আমাদের দরজা খুলে দেয়। বিষয়টি ব্যাংকের লোকজনকে জানিয়ে তাদেরকে আসতে বলি। কিন্তু তাদের অনেকের বাড়ি দূরে হওয়ায় তারা পুলিশকে জানাতে বলেন। তখন ৯৯৯ এ কল দিলে পুলিশ আসে।

বাসায় সিসি টিভি ক্যামেরা ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, সিসি ক্যামেরা আছে। তবে দুর্বৃত্তরা তার কেটে ফেলেছে।

ব্যাংকের ম্যানেজার রাশেদুল ইসলাম জানান, তিনি বৃহস্পতিবার ৯ লাখ ৭৮ হাজার টাকা সিন্দুকে রেখে গেছেন। সকালে জানতে পারেন দুর্বৃত্তরা সিন্দুক কেটে টাকা নিয়ে গেছে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, দুর্বৃত্তরা ছাদ দিয়ে ঢুকে ব্যাংকের সিন্দুক ভেঙে টাকা চুরি করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ উপশাখায় নিরাপত্তাকর্মী ও পর্যাপ্ত সিসি ক্যামেরা নেই বলে জানান তিনি। তবে যে সব ক্যামেরা আছে তার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে বলে জানিয়েছেন।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা