মিয়ানমারের গুলি ঢুকল টেকনাফ সীমান্তের বসতঘরে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৪, ২২:০১| আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ২২:০৫
অ- অ+

মিয়ানমারের সামরিক বাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘাত আরও জোরালো হয়েছে। প্রতিদিনই সেখানে গোলাগুলি হচ্ছে। সেনাবাহিনী ও বিদ্রোহীদের যুদ্ধের গুলি এবার এসে পড়ল বাংলাদেশে।

শনিবার কক্সবাজারের টেকনাফ সীমান্তের উলুবনিয়া গ্রামে স্থানীয় বাসিন্দা নুরুল ইসলামের বসতঘরে মিয়ানমারে ছোড়া একটি গুলি এসে পড়ে।

এদিন বিকাল সাড়ে ৩টায় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উলুবনিয়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন নুরুল ইসলামের শাশুড়ী সামজিদা বেগম।

তিনি বলেন, শনিবার সকাল সাড়ে ১০টা থেকে টেকনাফের হোয়াইক্যং উলুবনিয়া সীমান্তের ওপারে মিয়ানমারে গোলাগুলির শব্দ শুনে আমরা ভয়ে দূরে সরে গেছি। বিকালে ভারী একটা গুলির শব্দ হলো। তখন দেখি আমার মেয়ের জামাইয়ের বসতঘরে টিনের দরজা ছিদ্র হয়ে ঘরের ভিতরে এসে গুলি পড়েছে। পরে বিজিবির সদস্যরা এসে গুলিটা নিয়ে গেছে।

স্থানীয় ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, টেকনাফের হোয়াইক্যং উলুবনিয়া, তুলাতুলি ও কানজরপাড়া সীমান্ত সংলগ্ন মিয়ানমারের ভেতরে সপ্তাহ জুড়ে প্রচুর গোলাগুলি চলছে। ভয়ে আমরা বাড়ি ঘরে থাকতে পারতেছি না এবং চিংড়ি ঘেরেও যেতে পারতেছি না। সীমান্তের ওপারে ফায়ার চলাচলের সময় একটি গুলি এপারে উলুবনিয়ার নুরুল ইসলামের বসত ঘরে এসে পড়ে। এখনো সীমান্তের ওপারে চলছে ব্যাপক গোলাগুলি।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এসএম/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুবদলের মালয়েশিয়ার জহুরবারু শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ
ভারত-পাকিস্তান উত্তেজনা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ রুদ্ধদ্বার আলোচনা
শান্ত আছে, মিরাজ নেই: যা বললেন লিপু
আওয়ামী লীগের প্রতি সরকারের সহমর্মিতা বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা