চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণের বারসহ স্বাস্থ্য কর্মকর্তা আটক

চট্টগ্রাম ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৪, ১৫:৫৯
অ- অ+

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চারটি স্বর্ণের বারসহ এক স্বাস্থ্য কর্মকর্তাকে আটক করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সারজাহ থেকে আসা মো. আলাউদ্দিন নামে এক যাত্রীকেও আটক করা হয়।

সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আব্দুল মতিন তালুকদার।

জানা গেছে, আটক ব্যক্তির নাম এম জেড এ শরীফ। তিনি চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের অধীন বিমানবন্দরে স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ২৭তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা। তার কাছ থেকে উদ্ধার করা চারটি স্বর্ণের বারের ওজন ৪৬৪ গ্রাম, যার বাজারমূল্য ৪০ লাখ টাকা।

বিমানবন্দরে দায়িত্বরত কাস্টম হাউসের সহকারী কমিশনার মহিউদ্দিন পাটোয়ারী বলেন, ‘ডাক্তারের সন্দেহজনক গতিবিধির কারণে তল্লাশি চালিয়ে প্রায় ৪৬৪ গ্রাম সোনার বার উদ্ধার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ডাক্তার দাবি করেছেন স্বর্ণটি একজন যাত্রী দিয়েছেন। আমরা জিজ্ঞাসাবাদের জন্য শারজাহ থেকে এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটে আসা ওই যাত্রীকে আটক করেছি। উভয় ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযানে বিমানবন্দর কাস্টমসকে সহযোগিতা করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

(ঢাকা টাইমস/২৯জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুবদলের মালয়েশিয়ার জহুরবারু শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ
ভারত-পাকিস্তান উত্তেজনা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ রুদ্ধদ্বার আলোচনা
শান্ত আছে, মিরাজ নেই: যা বললেন লিপু
আওয়ামী লীগের প্রতি সরকারের সহমর্মিতা বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা