বিপিএল: ব্যর্থতা কাটিয়ে জয়ের খোঁজে ব্যাটিংয়ে ঢাকা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৪, ১৮:৩৯
অ- অ+

এবারের বিপিএলে শুরুটা দারুণ করেছিল দুর্দান্ত ঢাকা। তবে প্রথম ম্যাচের পরেই ছন্দপতন হয় মোসাদ্দেক হোসেনের দলের। ব্যাটিংয়ে শক্তি বাড়াতে বেশকিছু বিদেশি তারকাদের দলে ভিড়িয়েও সাফল্য মিলছে না দলটির। জয়ের খোঁজে এবার খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছে মোসাদ্দেক-তাসকিনরা।

সোমবার (২৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিপিএলের ১৪তম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামছে ঢাকা। টস জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক।

প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লাকে উড়িয়ে দিয়ে দারুণ শুরু করেছিল ঢাকা। তবে এরপর দুই ম্যাচে হেরেছে মোসাদ্দেকরা। বোলিংটা ভালো করলেও ব্যাটিংয়েই বেশি ছন্নছাড়া ঢাকার দলটি। শক্তি বাড়াতে টুর্নামেন্টের মাঝেই পাকিস্তানের উদীয়মান তারকা সাইম আইয়ুব এবং অস্ট্রেলিয়ার তারকা অ্যালেক্স রসকে দলে টেনেছে তারা। তবে এখন পর্যন্ত তেমন পারফর্ম করতে পারেনি তারা।

নামীদামী তারকাদের নিয়ে ঢাকা তেমন ভালো করতে না পারলেও তরুণ ক্রিকেটারদের নিয়েই চমক দেখাচ্ছে খুলনা টাইগার্স। আসরে নিজেদের প্রথম তিন ম্যাচের সবগুলো জিতেছে এনামুল হক বিজয়ের দল। এভিন লুইস, মোহাম্মদ নেওয়াজ এবং দাসুন শানাকার মতো তারকা ক্রিকেটাররা যোগ দেয়ায় দলটির শক্তি বেড়েছে আরও।

খুলনা টাইগার্স একাদশ: এনামুল হক বিজয় (অধিনায়ক), এভিন লুইস, আফিফ হোসেন, দাসুন শানাকা, মাহমুদুল হাসান জয়, হাবিবুর রহমান সোহান, মোহাম্মদ নেওয়াজ, নাহিদুল ইসলাম, মুকিদুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। দুর্দান্ত ঢাকা একাদশ: মোহাম্মদ নাইম, সাইম আইয়ুব, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), অ্যালেক্স রস, ইরফান শুক্কুর, গুলবাদিন নায়েব, এসএম মেহরব হাসান, আরাফাত সানি, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, উসমান কাদির।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
দায়িত্ব নিয়েই হেভিওয়েট আ.লীগ নেত্রী গ্রেপ্তার, ঢাকা রেঞ্জের ডিআইজির প্রশংসায় জুলকারনাইন সায়ের
ফের একাধিক প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, বিস্ফোরণ-গোলাগুলি
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা