কুমিল্লায় উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ নেতার কর্মীদের হাতাহাতি 

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১১:১৫ | প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৪, ১০:১৬

কুমিল্লার তিতাস উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সমন্বয় সভায় উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ নেতার কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছে।

সোমবার দুপুরে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সামনে এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিতাস উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার ও কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ন-আহ্বায়ক সারওয়ার হোসেন বাবুর কর্মীদের মাঝে রাজনৈতিক বিরোধ ছিল। সোমবার সকালে বাবুর কয়েকজন কর্মীকে মারধর করার পর উত্তপ্ত কর্মীরা উপজেলা পরিষদ মিলনায়তনে বিচার চাইতে ঢুকে পড়ে। এ সময় দুগ্রুপের মাঝে হাতাহাতি হয়।

তিতাস উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার বলেন, ম্যাজিস্ট্রেট ও সরকারি কর্মকর্তাদের সামনে এ ধরনের ঘটনা কাম্য নয়।

কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু বলেন, উপজেলা চেয়ারম্যানের কর্মীরা আমার কর্মীদের ওপর প্রথমে হামলা চালায়। এতে ৫ জন কর্মী আহত হয়। পরে উত্তপ্ত কর্মীরা উপজেলা পরিষদ মিলনায়তনে গেলে তাদেরকে সরিয়ে আনার চেষ্টা করি।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কান্তি দাস বলেন, জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র ও নৌকারপ্রার্থীর সমর্থন নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। সন্ধ্যায় উপজেলা পরিষদের অফিস সহকারী নেজাম উদ্দীন বাদী হয়ে একাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।

এ বিষয়ে বক্তব্য নিতে তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :