কুমিল্লায় উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ নেতার কর্মীদের হাতাহাতি 

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৪, ১০:১৬| আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১১:১৫
অ- অ+

কুমিল্লার তিতাস উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সমন্বয় সভায় উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ নেতার কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছে।

সোমবার দুপুরে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সামনে এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিতাস উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার ও কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ন-আহ্বায়ক সারওয়ার হোসেন বাবুর কর্মীদের মাঝে রাজনৈতিক বিরোধ ছিল। সোমবার সকালে বাবুর কয়েকজন কর্মীকে মারধর করার পর উত্তপ্ত কর্মীরা উপজেলা পরিষদ মিলনায়তনে বিচার চাইতে ঢুকে পড়ে। এ সময় দুগ্রুপের মাঝে হাতাহাতি হয়।

তিতাস উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার বলেন, ম্যাজিস্ট্রেট ও সরকারি কর্মকর্তাদের সামনে এ ধরনের ঘটনা কাম্য নয়।

কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু বলেন, উপজেলা চেয়ারম্যানের কর্মীরা আমার কর্মীদের ওপর প্রথমে হামলা চালায়। এতে ৫ জন কর্মী আহত হয়। পরে উত্তপ্ত কর্মীরা উপজেলা পরিষদ মিলনায়তনে গেলে তাদেরকে সরিয়ে আনার চেষ্টা করি।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কান্তি দাস বলেন, জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র ও নৌকারপ্রার্থীর সমর্থন নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। সন্ধ্যায় উপজেলা পরিষদের অফিস সহকারী নেজাম উদ্দীন বাদী হয়ে একাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।

এ বিষয়ে বক্তব্য নিতে তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হলান্ডের সঙ্গে ১০ বছরের চুক্তি ম্যানসিটির, পাবেন রেকর্ড পারিশ্রমিক
টিউলিপের মতো পদত্যাগে বাধ্য হতে পারেন পুতুলও: দ্য প্রিন্ট
বাসচাপায় ঘটনাস্থলে স্ত্রীর মৃত্যু, আহত সেনা সদস্য ও সন্তানকে হেলিকপ্টারে আনা হলো ঢাকায়
ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান গ্রেপ্তার, যত অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা