পিরোজপুরে বর্তমান চেয়ারম্যানের নির্দেশে সাবেক চেয়ারম্যানকে পিটিয়ে হত্যা

পিরোজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৪, ১৮:১০| আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১৮:২১
অ- অ+
সাবেক চেয়ারম্যান (বামে), বর্তমান চেয়ারম্যান

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদারের নির্দেশে তার সহযোগীরা একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখর সিকদারকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের কুড়িয়ানা বাজারে ঘটনা ঘটে।

সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহবুবা তথ্য জানিয়েছেন।

ঘটনায় স্বাধীন হালদার নামের একজনকে কুড়িয়ানা বাজার থেকে আটক করেছে পুলিশ।

ওই বাজারের ব্যবসায়ী প্রত্যক্ষদর্শী সজল সিকদার বলেন, ঘটনার ১০ মিনিট আগে বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার সাবেক চেয়ারম্যান শেখর সিকদারের দোকানে গিয়ে কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ক্রীড়ানুষ্ঠান দেখতে যাওয়ার জন্য বলেন এবং লাখ টাকা দাবি করেন। নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মিঠুন হালদারের নির্দেশে তার সহযোগী পঙ্কজ এবং শংকর শেখর সিকদারকে মারধর শুরু করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা শেখর সিকদারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়ে জানতে আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঠুন হালদারের মুঠোফোনে বারবার চেষ্টা করলেও কোনো সাড়া মেলেনি।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/প্রতিনিধি/পিএস/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে সহপাঠীতে হাতে খুন হলো খুদে ক্রিকেটার রাহাত
চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু 
বিকৃত যৌনাচারের অভিযোগে বসুন্ধরা থেকে ২ নারী গ্রেপ্তার
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা